প্রকাশিত: Mon, Mar 27, 2023 2:47 PM
আপডেট: Mon, Jan 26, 2026 3:26 PM

জাতীয় সংগীতের অর্কেস্ট্রেশনের কেচ্ছা

জাফর ওয়াজেদ : স্বাধীনতার পর জাতীয় সংগীতের অর্কেস্ট্রেশনের বিশেষ প্রয়োজন হয়ে পড়ে। বিভিন্ন সরকারি পর্যাায়ে বাজানোর জন্য এবং যাতে সেনাবাহিনী ব্যান্ডে বাজাতে পারে সেজন্য ব্র্যাসব্যান্ডে এই গানটির অর্কেস্ট্রেশন খুবই প্রয়োজন হয়ে পড়ে। সরকারি উদ্যোগে সমর দাসকে পাঠানো হয় লন্ডনে, সেখানে বিবিসির বাদকদের কনডাক্টে কাজটি করার জন্য। রেকর্ড করে আনার পর তা কেমন হয়েছে শোনার জন্য মিটিং ডাকা হয় বেতারের স্টুডিওতে।

তথ্য প্রতিমন্ত্রী তাহের ঠাকুর, কেবিনেট সচিব এইচ টি ইমাম,সচিব মুজিবুল হক,সামরিক ব্যান্ডের কর্মকর্তা, সনজীদা খাতুন, জামিল চৌধুরী, আবদুল আহাদ ও সমরদাস। বাজানোর পর বিরূপ প্রতিক্রিয়া হলো। আপত্তি ওঠলো গানটির সুর বিকৃত করা হয়েছে। সচিব মুজিবুল হকের বিরুদ্ধে প্রায় দশ মিনিট বক্তব্যকালে বলেন-এই কি সেই গানের সুর, যে সুর হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করেছে? 

প্রথমদিনের মিটিং হৈচৈ-এর মধ্য দিয়ে শেষ হলো। কয়েকদিন পর আবার মিটিং, সেখানেও একই অবস্থা। সবাই এক বাক্যে বললেন এটা কিছুতেই অনুমোদন দেওয়া যায় না। তাহের ঠাকুর আবদুল আহাদকে আলাদা ডেেকনিয়ে বলেন, সরকারের অনেক টাকা খরচ হয়ে গেছে আর কিছু করা সম্ভব নয়। 

আপনি ঠিক আছে বলে দেন। তিনি দিতে বাধ্য হলেন। টেপের বাক্সের গায়ে এবং নোটেশনের ছাপানো কাগজে লেখা ছিলোÑকনডাকটেড বাই সমর দাস। এতে প্রশ্ন তোলেন আহাদ, বিবিসি অর্কেস্ট্রা বাইরের কাউকে কনডাক্ট করতে দেওয়া হয় না। তাছাড়া পাশ্চাত্য সংগীত কনডাক্ট করার ক্ষমতা সমর দাসের নেই বলে মত জানান। সেই অর্কেস্ট্রেশনটিই কি  আজো বাজে বেতার টিভি সর্বত্র? লেখক: মহাপরিচালক, পিআইবি